দেশজুড়ে

খুলনায় সাংবাদিকদের সাথে সাবেক এমপি লবির মতবিনিময়

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:৩৭:৪৬

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবি’র সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগার লবির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বুধবার দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, মো: তরিকুল ইসলাম, কাজী শামীম আহমেদ, সোহরাব হোসেন, রকিব উদ্দিন পান্নুু, এহতেশামুল হক শাওন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রানা, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ কামরুল আহসান, মোঃ আলমগীর হান্নান, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এস এম নূর হাসান জনি, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ মিলন, দেবব্রত রায়, খলিলুর রহমান সুমন, কে এম জিয়াউস সাদাত, মোঃ নূর ইসলাম (রকি), প্রবীর কুমার বিশ্বাস, মোঃ বেল্লাল হোসেন সজল, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মুহাম্মদ নূরুজ্জামান, আল মাহমুদ প্রিন্স, মোঃ হেলাল মোল্লা, ক্লাবের অস্থায়ী সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আরও খবর

সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর, স্বামী-কন্যা আহত

দৈনিক খুলনাঞ্চল সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে

জয়পুরহাটের কালাইয়ে শিয়ালের কামড়ে শিশুসহ দুই গ্রামের ৯ জন আহত

সাতক্ষীরায় ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোরের জন্য ৩.৫ লাখ টাকা বরাদ্দ

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামের পাইকারি বাজারে কমতে শুরু করেছে চালের দাম