খুলনায় শিশু জিসান হত্যায় জড়িত ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ও মণ্ডল মিলের শ্রমিকরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে, নিহত জিসানের বাবা মো. আলমগীর হোসেন বাদী হয়ে রোববার ফয়সালসহ তার বাবা-মাকে আসামি করে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তার বাবা জি এম হান্নান (৫২) এবং মাতা মাহিনুর বেগম (৪৫)কে গ্রেপ্তার করেছে।
দিঘলিয়া থানা সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মণ্ডল জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জিসানের ময়নাতদন্ত শেষে মরদেহ তার বাবার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফয়সাল, তার বাবা জি এম হান্নান ও মা মাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, শিশু জিসানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা শিশু জিসানকে নির্মমভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন।
উল্লেখ্য, গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জি এম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা, ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত বস্তাবন্দি শিশু জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) আনুমানিক তিনটার দিকে নিহত জিসান পার্শ্ববর্তী চাচার বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।