টপ টেন

খুলনায় শান্তিপুর্ণভাবে দুর্গোৎসব পালিত হবে

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১৬:৩৯

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীদের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রতির এক অনুপম দৃষ্টান্ত ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার জলজ্যান্ত উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখছি। সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে। সারাদেশের ন্যায় খুলনাতেও ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি ও সব সহযোগী সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহায়তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান পুনঃব্যক্ত করেছেন মনিরুজ্জামান মন্টু।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সাথে প্রস্তুতি সভা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সার্বিক সহযোগিতা প্রদানে সর্বস্তরের নেতাকর্মীদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, খুলনার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় এবার ৮৫৭টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা উদযাপিত হচ্ছে। এসকল মন্দিরের পূজা উদযাপন কমিটির সাথে বিএনপি’র নেতাকর্মীরাও স্বেচ্ছাসেবী হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। তবে দলীয় নেতাকর্মীদের আধিক্য ও বাড়াবাড়ী যেনো আয়োজকদের কষ্টের কারণ না হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেছেন, কোনো রকম মোটরসাইকেল মহড়া ও শো’ডাউন দেয়া যাবে না পূজা মন্ডপ এলাকায়। শান্তি, শৃঙ্খলা বিনষ্ট হয় এমন সকল কর্মকান্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে উদাত্ত আহবান জানিয়েছেন তিনি।

 

সভায় জেলার প্রত্যন্ত এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, রাত ১২টা পর্যন্ত ফেরী চলাচল ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমান টহল জোরদার ও মোবাইল টীমের সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভায় দিক-নির্দেশনামুলক বক্তৃতা করেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কৃষ্ণপদ দাশ, সাধারণ সম্পাদক বিমান সাহা, সহ-সভাপতি রতন মিত্র, অজিত কুমার বিশ্বাস, গৌরপদ ঢালী ও বিশ^জিৎ পাল, উপদেষ্টা সুনীল কুমার বালা, ইন্দ্রজিৎ চক্রবর্তী, মিশুল কুমার দাশ, লিটন মন্ডল, দিলীপ কুমার বর্মণ, বিষ্ণুপদ সুমন, তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শংকর কুমার বালা, রূপসার কৃষ্ণ গোপাল সেন, দিঘলিয়ার সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস, রামপ্রসাদ রায়, বটিয়াঘাটার সমিরন বিশ্বাস, ডুমুরিয়ার দিলীপ কুমার, কয়রার আশিষ কুমার রায় প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য আশরাফুল ইসলাম নূর, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. গাজী আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মো. আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা মো. সুলতান মাহামুদ, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, কৃষক দলের মো. আবু সাঈদ শেখ, তাঁতীদলের শেখ মাহমুদ আলম লোটাস, মহিলাদলের এড. সেতারা সুলতানা, জিএম হারুন অর রশীদ, মেহেদী হাসান বাবু, জিএম মিজানুর রহমান লিটন গোলদার প্রমুখ।।

আরও খবর