খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ বেতার সেন্টার থেকে লুট হওয়া ৪১ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চাইনিজ রাইফেলের চার্জার উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শের-এ বাংলা রোডের লায়নস স্কুল এ্যান্ড কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর থানার বানিয়াখামার এলাকার মো. বাবুলের ছেলে মো. হাসানুর রহমান রাহুল (২২) এবং বাগমারা স্কুল গলি রোড এলাকার মিজানুর রহমানের ছেলে শাহরিয়া রহমান সম্রাট (২৫)।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, ৫ আগস্ট খুলনা রেডিও সেন্টার থেকে লুট হওয়া গুলি ও চার্জারসহ এ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।