কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:১৬:১৭
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৬।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনার আর্য্য ধর্মসভা মন্দির, শীতলা বাড়ি মন্দির, দোলখোলা এবং শিববাড়ি কালী মন্দির, র্যাব-৬ এর অধিনায়ক পরির্দশন করেন। পূজামন্ডপ কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল চালানো হচ্ছে। শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মন্ডপ এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজার সময় যাতে কেউ নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। পূজা উদযাপনকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।
পূজাকে ঘিরে কোনো সন্দেহজনক ব্যক্তি বা উশৃঙ্খল কার্যকলাপ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র্যাব এর সঙ্গে যোগাযোগ করার জন্য র্যাব-৬ স্থানীয়দের প্রতি আহ্বান করছে। খুলনার দূর্গা পূজা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময়ভাবে উদযাপন করার লক্ষ্যে র্যাব সর্বদাই সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন।