দেশজুড়ে

খুলনায় গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেফতার-৩

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৫৯:১৫

খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত আলম মোল্যার স্ত্রীর দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১. সাইফুল ২. রুমান মোল্যা ৩. নাসির খান।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলতলা থানা পুলিশের একটি দল মঙ্গলবার গভীর রাতে জামিরা ও টোলনা গ্রামে অভিযান চালিয়ে ১৩ আসামির মধ্যে এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানা অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন বলেন, গত রাতে উপজেলার জামিরা ও টোলনা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য: গত ২০ সেপ্টেম্বর খুলনার ফুলতলা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

আরও খবর