আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ মহোদয়ের সভাপতিত্বে পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যান ফ্রন্টের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজার প্রতিমা বানানোকালীন এবং চলাকালীন ও প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি প্রতিটা পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশ নির্বিঘ্নে পূজা উৎযাপন করতে সর্বোচ্চ সহযোগিতা করবে। যে কোন অনাকাঙ্খিত ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে কেএমপি কন্ট্রোল রুম, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে জানাতে অনুরোধ করেন। দুর্গোৎসব গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ সবোর্চ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার; সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি সুজনা জলি সহ বিভিন্ন থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারীগণ এবং খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।