কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:০৪:০২
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত রোববার ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী (ক্লিনার) ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নিলে সাইফুল ইসলাম (৩৮) কয়েক মিনিটের মধ্যে মারা যান। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) সকাল ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন খুলনার সর্বস্তরের ছাত্র জনতা। বিক্ষোভ শেষে তারা হাসপাতালের পরিচালক বরাবর মৌখিক অভিযোগ পেশ করেন।
এসময় উপস্থিত জনতা হাসপাতালের দুর্নীতি বন্ধের দাবি জানান। ভুক্তভোগী ও শিক্ষার্থীরা বলেন, এ হাসপাতালে নানা হয়রানির শিকার হতে হয়। সঠিকভাবে সেবা দেওয়া হয় না। সন্তান জন্মের পর খালারা জোরপূর্বক টাকা দাবি করেন। এখন অস্বীকার করলে পরেও এসে টাকা আদায় করে নেন। বকশিশ ছাড়া তারা কাজ করতে চান না, বকশিশ পেলে যেন ঈদের মতো খুশি হন। ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নেওয়ার কারণে যে নির্মম মৃত্যু হয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই হাসপাতাল চলুক স্বচ্ছতার ভিত্তিতে। এখানে টেস্ট করানো যায় না, মেশিন থাকলেও সেগুলো অচল অবস্থায় পড়ে আছে।