কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৫ , ৮:০৩:৫৫
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর থেকে কর্মবিরতিতে যান। তারা হাসপাতাল পরিচালক বরাবর চার দফা দাবি পেশ করেছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন, আনসার সদস্য সংখ্যা বৃদ্ধি, আনসারদের মোবাইল টিম গঠন এবং সার্জারি ওয়ার্ডে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শেখ আলামিন জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর মৃত্যু হলে স্বজনরা ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালায়। নিরাপত্তা নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে সতর্ক করেন তিনি।
হঠাৎ কর্মবিরতিতে যাওয়ায় হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয়। ভর্তি রোগী ও স্বজনরা চরম দুর্ভোগে পড়েন, বিশেষজ্ঞ চিকিৎসক অনুপস্থিত থাকায় কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
হাসপাতালের তথ্যমতে, বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ১,৬৪৩ জন। নিহত ব্যক্তির বাড়ি যশোরের অভয়নগরে বলে জানা গেছে। তবে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হননি।