কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২৫:০০
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন (এমবিএ) স্কুলে নতুন কনফারেন্স রুম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ০৯ সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে নতুন এই কনফারেন্স রুম উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, গুণগত শিক্ষা ও গবেষণার জন্য আধুনিক অবকাঠামোগত সহায়তা অপরিহার্য। নতুন এই কনফারেন্স রুম শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা উপস্থাপনা ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম।
এসময় আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিন প্রধান মোঃ মেহেদী হাসান, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমানসহ সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নতুন উদ্বোধনকৃত কনফারেন্স রুমে ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবরেশন: পাথওয়েস টু ইনোভেশন এন্ড নলেজ ট্রান্সফার’ শীর্ষক লেকচার সিরিজ অনুষ্ঠিত হয়। লেকচার সিরিজে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালীন বিল্লাহ।