টপ টেন

খুটাখালী ফুলছড়ি গেটে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ৩০ আগস্ট ২০২৫ , ৯:২২:১২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নোহা গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল আজিম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুরুল আজিম মোটরসাইকেল নিয়ে খুটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নোহা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নোহা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে উল্টে যায়। এতে নুরুল আজিম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. মেহেদী হাসান জানিয়েছেন, নোহা গাড়ির ড্রাইভার মোটরসাইকেলটিকে পিছন থেকে আঘাত করে দুর্ঘটনাটি ঘটিয়েছে। তিনি জানান, এখনো ড্রাইভারকে সনাক্ত করা সম্ভব হয়নি। সনাক্তের পর মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর