কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪৬:৪০
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশে কর্মসংস্থানের অভাব চরম আকার ধারণ করেছে। দুর্বল শিক্ষাব্যবস্থা ও সামাজিক অবক্ষয়ের কারণে তরুণ প্রজন্ম হতাশ হয়ে বিপথে যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী স্বৈরশাসকের আমলে খুলনার শিল্পাঞ্চল খ্যাত জুট মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং তাঁদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে।
শনিবার দুপুরে খুলনার প্লাটিনাম জুট মিল অফিসার্স ক্লাবে খালিশপুর থানা ছাত্রদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন খালিশপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিরাজ হোসেন মানিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ ফয়সাল বাপ্পী।
তিনি আরো বলেন, “তরুণ সমাজ পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছে না। সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারই এই সংকট কাটিয়ে উঠতে পারে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার ক্ষমতায় এলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, শিল্প-কারখানা পুনরায় চালু হবে এবং ব্যবসায়ীরা বিনিয়োগে উৎসাহিত হবেন।”
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি আশা প্রকাশ করেন, একটি গণতান্ত্রিক সরকার তরুণ সমাজের কর্মসংস্থান নিশ্চিত করবে। পাশাপাশি তিনি ঘোষণা দেন, প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের কল্যাণে উদ্যোগ নেওয়া হবে, মাঠের সংস্কার করা হবে এবং ক্রিকেট টুর্নামেন্টসহ নানা আয়োজন করা হবে। এসব কার্যক্রম ছাত্রদলের থানা ও কলেজ কমিটিগুলো বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে খালিশপুর থানা ছাত্রদল, ওয়ার্ড কমিটি এবং সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ,খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি মহিলা কলেজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।