২৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা বাৎসরিক পরিদর্শন করেন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। সোনাডাঙ্গা মডেল থানা পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় থানার দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন এবং থানায় কর্মরত অফিসারদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই, অতিঃ দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তার, সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) জনাব মোঃ হুমায়ুন কবির এবং সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: কবির হোসেন এবং ফোর্সসহ অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ।