দেশজুড়ে

কুষ্টিয়া সদরের কবুরহাট ও খাজানগরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

  সুমন শেখ, কুষ্টিয়া প্রতিনিধিঃ ৫ অক্টোবর ২০২৫ , ৪:১৯:৫৪

বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট ও খাজানগর এলাকায় জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ এর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে স্থানীয় নেতাকর্মীরা। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান।
জানা গিয়েছে, সকাল থেকে আলামপুর ইউনিয়নের ভাদালিয়া বাজারসহ বিভিন্ন স্থানে এই কর্মসূচি শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এই প্রচার কার্যক্রম। এতে অংশ নেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন।
এদিকে বিকেলে কবুরহাট ও খাজানগরে কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বটতৈল ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য আশরাফ হোসেন নয়ন ও শরিফুল ইসলাম জোয়ার্দার, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল বিশ্বাস, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর ইসলাম ভোটন, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী উম্বাদ আলী ও সাধারণ সম্পাদক হাজী সরোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আজিজুল হক প্রামানিক, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান প্রধান ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক সোহাগ ও সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দলের কেন্দ্রীয় ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই লিফলেট বিতরণ চলছে। জনগণকে সচেতন করতেই এই কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান তিনি। লিফলেট বিতরণের সময় নেতারা বিভিন্ন দোকান ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফার মূল বিষয়বস্তু সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। এ সময় বিএনপি নেতারা দাবি করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তারা। লিফলেট বিতরণের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

আরও খবর