"সমন্বিত উদ্যোগ ,প্রতিরোধ করি দুর্যোগ"এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন সুধী, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি বিশাল শোভাযাত্রা উপজেলা সদরের চত্বর থেকে শোভাযাত্রা টি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কালীগঞ্জের ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যরা অগ্নি নির্বাপন ও দুর্যোগের সময় অগ্নি পাতের ঘটনা এবং দুর্যোগে আহতদের চিকিৎসা ও হাসপাতালে নেওয়া সহ বিভিন্ন বিষয়ের উপর এক মহড়া অনুষ্ঠিত হয় উক্ত ফায়ার সার্ভিস ডিফেন্সের কমান্ডার সাইফুল ইসলামের নেতৃত্বে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত মহড়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মাঈনুদ্দিন হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অরনা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেআরা বেগম ,ফায়ার সার্ভিস ডিফেন্সের পরিচালক সাইফুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল সহ বক্তারা বলেন জলবায়ুর বিরূপ পরিবর্তন এবং ভৌগলিক অবস্থানগত কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দূ,দশকে দেশে ১৮৫টির বেশি বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমরা উপকূলীয় বাসি। সে কারণে আমাদের দুর্যোগ মোকাবেলায় বেশি করে সজাগ হতে হবে।