শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:১৯:১৫
গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় বিএনপি কর্মসূচি আওতায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেলে ৪:৩০টায় সূত্রাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত টালাবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
সূত্রাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবীর খান,কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কালিয়াকৈর পৌর মেয়র মো. মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,পৌর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো.সাইজুদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।