দেশজুড়ে

কালিয়াকৈরে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

  শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ২৯ আগস্ট ২০২৫ , ৮:৪৩:৪৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার ও সদস্য সচিব মহসিন উজ্জামান, আবু মোহাম্মদ শামিম, মোহাম্মদ শাকিল হোসেন, সফিকুল আলম, আব্বাস সিকদার সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আরও খবর

সাতক্ষীরা জেলা ট্রাক-মিনিট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন আব্দুর রউফ

সাবেক ভূমিমন্ত্রীর চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, কর্মকর্তা আটক

স্থানীয় সরকার উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবকে অভিনন্দন জানালো সাতক্ষীরাবাসী

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

বাগেরহাট ৪টি আসন পুনর্বহালের দাবিতে চলছে হরতাল, নির্বাচন অফিসে তালা