দেশজুড়ে

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২ প্রতিষ্ঠানে জরিমানা আদায়

  নিজস্ব প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:৪৬:১৪

বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় মুড়ির মিলসহ দু,টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআইয়ের কর্মকর্তাদের যৌথ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া চৌমুহনী বাজার এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জরি নামক একটি মুড়ির মিল এবং জনতা বেকারি এন্ড কনফেকশনারী দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন নকল ব্রান্ডের যা বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় তাৎক্ষণিকভাবে ওই ২ প্রতিষ্ঠানের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তারা দীর্ঘদিন যাবত বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এই সমস্ত নকল ব্রান্ডের খাবার সামগ্রী প্যাকেটজাত করে উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিল।

আরও খবর