টপ টেন

কালিগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর আহত, অভিযুক্ত শরিফুল পলাতক

  সাতক্ষীরা প্রতিনিধিঃ ১৪ অক্টোবর ২০২৫ , ১২:০০:১০

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে এক কিশোরকে বন্ধুর ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাকশিয়ালি নদীর পাড়ে সরকারি সদর প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

আহত কিশোরের নাম নাঈম রহমান (তুহিন) (১৮), সে কুশুলিয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের আবুল কালামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ও পূর্বপরিচিত শরিফুল ইসলাম( অমিত) (১৮), পিতা রেজাউল পাড় নলতা ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা, তুহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে নদীর পাড়ে পৌঁছালে হঠাৎ করে শরিফুল তার গলায় ধারালো ছুরি চালায় এবং পালিয়ে যায়।

তুহিনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানান, তুহিন ও শরিফুল আগে থেকেই পরস্পরের পরিচিত ছিল, তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশ বলেছে, ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

পূর্ব সূত্রে আরও জানা যায় কিছুদিন আগেও এই শরিফুল ইসলাম তার নিজগ্রাম ইন্দ্রনগর গ্রামের মালেক শেখের ছেলেকে চুরি আঘাত করে হত্যার চেষ্টা করেছিল।

ঘটনার পর থেকে অভিযুক্ত শরিফুল পলাতক রয়েছে।

এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

আরও খবর