জাতিসংঘের নারী উন্নয়ন সংস্থা ইউএন উইমেনের সহায়তায় এবং মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে নারীর ক্ষমতায়নকে সমর্থন ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন আজকের যুগের এক অবশ্যম্ভাবী দাবি। পরিবার থেকে স্থানীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। মিশন মহিলা উন্নয়ন সংস্থার এ উদ্যোগ শুধু নারীদের নয়, বরং গোটা সমাজকেই উপকৃত করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মনোয়ারা খাতুন, প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত কনসালটেন্ট উত্তম কুমার সরকার এবং প্রকল্প কো-অর্ডিনেটর শেখ আব্দুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরিয়ার জামান।
প্রশিক্ষণে অংশ নেন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীরা, তাঁদের মধ্যে রয়েছেন— আফরিন নেহা, শারমিন সুলতানা, বিদ্যাবতী, রীনা রাণী, সাদিয়া আফরোজ, অন্তরা মণ্ডল, সোনিয়া জামান, তাসরিফা পারভীন, জাকিয়া সুলতানা কেয়া, মৌমিতা রায় এবং মোছাঃ আঙ্গুরা পারভীন।
নারী কর্মীরা জানান, এ প্রশিক্ষণ তাঁদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস তৈরি করবে। তাঁদের বিশ্বাস, মাঠপর্যায়ে গিয়ে এ কার্যক্রম নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সচেতন মহলের মতে, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ কেবল প্রশিক্ষণেই সীমাবদ্ধ না থেকে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।