দেশজুড়ে

কালিগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১০ নভেম্বর ২০২৫ , ১২:৩৯:০৩

সাতক্ষীরার কালিগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) হিসেবে মোঃ রাজিব যোগদান করেছেন।

রবিবার (৯ নভেম্বর) বিকালে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে তিনি এ যোগদান করেন।

তার যোগদানে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নবাগত অতিরিক্ত পুলিশ সুপার বিসিএস পুলিশ ক্যাডারের ৩৬ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৮ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে (শিক্ষানবিশ) বেসিক ট্রেনিং এর জন্য যোগদান করেন। পরবর্তীতে তিনি ০৯ এপিবিএন, চট্টগ্রাম/ পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকা/ এস.এস.এফ প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকায় কর্মরত ছিলেন।

এসময় জেলা পুলিশ সুপার নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) কে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন।

আরও খবর