সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর ২০২৫ , ১:১২:১২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৭জনকে আটক করা হয়েছে। এছাড়াও ২টি নৌকা এবং আনুমানিক ৬০০ ফুট বালি জব্দ করা হয়।
রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
খোঁজ নিয়ে জানা গেছে,দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা একটি বালু খেকো চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছি। এরই ধারাবাহিক বিকেলে বালু উত্তোলন করছে খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক ও ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্ব যৌথ অভিযান পরিচালিত করে ১৭ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৬ জন কে ৩০ দিন করে কারাদণ্ড ও ১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়। এছাড়াও আটককৃত নৌকা এবং বালি পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত তাহিরপুর থানা পুলিশ এর জিম্মায় রাখা নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।
কারাদণ্ড প্রাপ্ত্যরা হল,উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের বাশঁতলা গ্রামের মোঃ রঙ্গু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন(২৫),জামালপুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে মোশাহিদ(২৫),একেই গ্রামের মোঃ সাজিনুর এর ছেলে মোঃ ইজাজুল (১৯),মৃত মহিউদ্দিন এর ছেলে মোঃ আজিম উল্লাহ (২৩), মোঃ আতাবুর রহমান এর ছেলে মোঃ রুবেল মিয়া (২২),মৃত মোঃ হালু মিয়া এর ছেলে হেলামিন (২৪), মোঃ সামসুল নূর এর ছেলে মোঃ খসরু (২৩),মোঃ আসাদ নূর এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৪),মোঃ আসাদ নূর এর ছেলে মোঃ কবির হোসেন (৩০),জমির হোসেন এর ছেলে মোঃ হোসাইন (২৯),মোঃ মর্তুজ আলী এর ছেলে সাগর (১৯),মোঃ আসাদ নূর এর ছেলে মোঃ এবাদুল (১৯),মোঃ আতাউর রহমান এর ছেলে
মোঃ জুবায়েল (১৯), মোঃ ফালু মিয়া এর ছেলে
আমিন (২২),মোঃ আরজ আলী এর ছেলে মোঃ আবিদ নূর (১৯) ও আব্দুল আলী এর ছেলে মোঃ সাজারুল হোসেন (২০)।
এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক। তিনি জানান,উপজেলা কোনো অনিয়ম সহ্য করা হবে না। সরকারী নিয়মনীতি মেনে সবাইকে চলতে হবে এবং আইন সবার জন্য সমান। আমি আমার উপজেলা কাউকে কোনো অনিয়ম করতে দেবো না। অনিয়মের অভিযোগ ও তথ্য পেলেই পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যৌথ অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান,কারাদণ্ড প্রাপ্ত্যদের সোমবার সকালে কারাগারে পাঠানো হবে। আমাদের পক্ষ থেকে অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।