কলকাতা প্রতিনিধি: ২৪ আগস্ট ২০২৫ , ৪:৫১:০৬
পাঁচদিন ধরে নিখোঁজ হুগলি জেলার মগড়া থানার বাঁশবেড়িয়ার মহাকালীতলার লক্ষ্মণ চৌধুরী নামে এক যুবক। তাঁর পরিবারের দায়ের করা অপহরণের অভিযোগের ভিত্তিতে লক্ষ্মণের বন্ধু শিবনাথ সাউ (শিবু) কে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ।তবে লক্ষ্মণের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে জানা যায়, তাঁর খোঁজ চলছে বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।বাঁশবেড়িয়ার এক ব্যবসায়ীর কাছে কাজ করত লক্ষ্মণ।তার বিরুদ্ধে আটটা মামলা যার মধ্যে তিনটে খুনের মামলা রয়েছে।প্রায় আট বছর জেলে ছিল লক্ষ্মণ।লক্ষ্মণকে অপহরণ করা হয়েছে বলে তার মা পুষ্পা দেবী চৌধুরী ও বোন সুস্মিতা চৌধুরী থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন।
ঘটনার দিন এলাকার একটি ক্লাবে ডেকে নিয়ে যাওয়া হয় লক্ষ্মণকে।তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
পুরোনো কোনো শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ধৃত শিবু সহ কয়েকজন সন্দেহ ভাজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই ঘটনায় আজ দুপুরে বাঁশবেড়িয়া ঝুলুনিয়া মোড়ে ব্রীজের নীচে পথ অবরোধ করে যুবকের পরিবার ও স্থানীয়রা।