কলকাতা (ভারত) প্রতিনিধিঃ ১২ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৩:১১
পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায় নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পলাতক ২ আবাসিক! চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
পশ্চিমবঙ্গের হুগলি এলার উত্তরপাড়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় ‘টাইম টু চেঞ্জ’ নামে একটি নেশা মুক্তি কেন্দ্র রয়েছে। যার মালিক ছিলেন মদন রানা।মদন দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের প্রাক্তন স্বামী।তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।আজ ভোরে ওই নেশা মুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করে বলে অভিযোগ।অন্য এক আবাসিককেও মারধর করে পালিয়ে যায় তারা।
ঘটনার খবর পেয়ে মদনের মা ও দিদি নেশা মুক্তি কেন্দ্রে যান।রক্তাক্ত জখম অবস্থায় যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই তার মৃত্যু হয়।
মদন রানার বিরুদ্ধেও এর আগে প্রতারণার অভিযোগ ছিলো, গ্রেফতার হয়েছিলেন তিনি।তিনি নিজেও নেশা করতেন।বছর পাঁচেক আগে উত্তরপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে নেশা মুক্তি কেন্দ্র খোলেন।
পুলিশ সূত্রে জানা গেছে,সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো।অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিল।তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন।
তাই নিয়ে বচসা হয়।আজ ভোরে রান্না ঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশা মুক্তি কেন্দ্রের মালিকের উপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকরা।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ।
অভিযুক্তদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার দমদম ও বেলঘড়িয়া এলাকায় বলে জানা গেছে।তাদের গ্রেফতার করতে তৎপর হয়েছে পুলিশ।