
খুলনা নগরীর ২১ নম্বর ওয়ার্ডে গ্রীনল্যান্ড বস্তিতে কমিউনিটি পর্যায়ে একশত পাঁচটি পানির পয়েন্ট ও পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণের উদ্বোধন করা হয়। আজ (মঙ্গলবার) খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনকালে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আবু সায়েদ মোঃ মনজুর আলম, ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) ঝুমুর বালা, ওয়াসার বোর্ড সদস্য শেখ দিদারুল আলম, ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর মোঃ ইমরান হোসেন, ওয়াসার সকারী প্রকৌশলী রফিকুল আলম সরদার, মোঃ আব্দুর রাজ্জাক, ইব্রাহীম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা ওয়াসা ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড এলাকায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে এই এলাকার বস্তিবাসীরা লবণাক্ত শ্যালো টিইবওয়েলের পানি ব্যবহার করত, যা পানিবাহিত রোগের ঝুঁকি বাড়াত। নারীরা প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানি বহন করে আনতে বাধ্য হতো। এই বাস্তব সমস্যার সমাধানে খুলনা ওয়াসা, স্থানীয় জনপ্রতিনিধ, এনজিও এবং আন্তর্জাতিকক সহযোগীদের সমন্বয়ে একটি ওয়াটার অপারেটর পার্টনারশিপ প্রকল্প হাতে নেয়া হয়। প্রকল্পটির মোট ব্যয় ছিল ১ কোটি ৪৩ লক্ষ টাকা, যার মধ্যে খুলনা ওয়াসা নিজস্ব তহবিল থেকে ৩০ শতাংশ অর্থায়ন করেছে। বাকি ৭০ শতাংশ অর্থ এসেছে ওয়াটার অপারেটর পার্টনারশিপ (WOP) নেদারল্যান্ড-এর সহায়তায়। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে নেদারল্যান্ডের (VEI) কনসাল্টিং প্রতিষ্ঠান, খুলনা ওয়াসা এবং স্থানীয় এনজিও নবলোক। এই প্রকল্পের মাধ্যমে গ্রীনল্যান্ড বাস্তিতে প্রায় আট হাজার জন নিম্ন আয়ের জনগোষ্ঠীকে বিনামূল্যে সুপেয় পানির আওতায় আনা হয়েছে। স্থাপন করা হয়েছে মিটারসহ ১০৫টি কমিউনিটি ট্যাব এবং ৩.৮৭ কিলোমিটার পানির সঞ্চালন লাইন নিয়ে একটি ডিস্ট্রিক্ট মিটার এরিয়া। এই উদ্যোগ শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি মানবিক মর্যাদা, স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক ন্যায্যতার প্রতীক।