মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম ব্যুরোঃ ৪ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫১:১২
কক্সবাজারের শহরে কটেজ জোনে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের কটেজ জোন এলাকায় বিশেষ অভিযান চালায় টুরিস্ট পুলিশ। অভিযানে পর্যটকদের হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত একটি গোপন সুরঙ্গ রুমের আস্তানা খুঁজে বের করা হয়। এ সময় ১৩ জনকে আটক করা হয়েছে।টুরিস্ট পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কটেজ জোন এলাকায় কিছু অসাধু চক্র গোপনে অবস্থান নিয়ে পর্যটকদের হয়রানি ও বিভিন্ন অপরাধে জড়িত ছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের কার্যক্রম ধ্বংস করা হয়।এ বিষয়ে কক্সবাজার রিজিওন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন,মদদ দাতাদেরও খুঁজে বের করা হবে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।অভিযানে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে টুরিস্ট পুলিশ জানিয়েছে।