কক্সবাজারে একদিনে ৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগে ৯ জনের পৃথক ভাবে এ মামলাগুলো দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাগুলো করা হয়। ৮টি মামলার মধ্যে ৬টির বাদী দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নচিকেতা চক্রবর্তী এবং ২টির বাদী একই কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ।মামলার আসামিরা হলেন- কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা এলাকার মৃত অজিউল্লাহ চৌধুরীর ছেলে আকতার কামাল চৌধুরী, জাফর আলম চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মোঃ জাকারিয়া চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, তার স্ত্রী আলকামা বসরী সিলভা, টেকনাফ উপজেলার নীলা এলাকার আব্দুল গাফফারের ছেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল আলম ওরফে বাবুল এবং তার স্ত্রী সালেহা বেগম। মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা হয়েছে। এখন মামলাগুলোর তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত করে প্রতিবেদন (চার্জশীট) দেওয়া হবে।