টপ টেন

ওসি আরিফ হোসাইন রামুতে বদলি, উখিয়ার দায়িত্বে জিয়াউল হক

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম ব্যুরো: ২৭ আগস্ট ২০২৫ , ১১:০৯:২৫

কক্সবাজার জেলার-উখিয়ার থানার ওসি আরিফ হোসাইন’কে রামুতে বদলি করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা’র দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক।অন্যদিকে যোগদানের মাত্র তিন মাসের মাথায় দায়িত্ব থেকে প্রত্যাহার হয়েছেন তৈয়বুর রহমান।২৭ আগস্ট (মঙ্গলবার) রাতে কক্সবাজার জেলা পুলিশ সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।প্রসঙ্গত, গত জুলাইয়ে ‘সামগ্রিক পারফরম্যান্স’ বিবেচনায় জেলার শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পান আরিফ হোসাইন।১৪ আগস্ট জেলা পুলিশ সুপার সাঈফউদ্দীন শাহীনের হাত থেকে এই পুরস্কার গ্রহণের মাত্র ৬ দিন পর ২০ আগস্ট উখিয়ায় ক্যাম্পের চাকুরিচ্যুত শিক্ষক আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী নেত্রী জিনিয়া সহ ২৭ জন’কে আটকের ঘটনায় আলোচিত হয়েছিলেন আরিফ। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর আরিফ উখিয়া থানার দায়িত্ব নিয়েছিলেন।

আরও খবর