দেশজুড়ে

ওভারলোডে ভেঙেছে খুলনার কৈয়া ব্রীজ

  কাজী আতিক, খুলনা প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০৮:০৯

ওভারলোডে ট্রাকসহ ভারি যানবাহন চলাচলের কারণে ভেঙ্গে পড়েছে ডুমুরিয়ার রায়েরমহল সড়কের কৈয়া ব্রীজটি। গত সোমবার রাতে ব্রীজটির একাংশ ভেঙ্গে পড়ে। এরপর থেকে কৈয়া-রায়েরমহল সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ওভারলোডে সদ্য নির্মিত কর্পেটিং সড়কেরও বেহাল অবস্থা।

কৈয়া বাজার থেকে শুরু করে মোস্তফার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। ব্রীজ ভেঙ্গে পড়াতে গুরুত্বপূর্ণ সড়কটি অচল হয়ে গেছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

জানা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে দীর্ঘদিন যাবত। বিশেষ করে জিরোপয়েন্ট এলাকায় চরম খারাম অবস্থা সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচলের একেবারই অনুপযোগি। জিরোপয়েন্ট পার হতে প্রায় ১ঘণ্টা সময় লেগে যাচ্ছে। যার কারণে বিকল্প পথে কৈয়া-রায়েরমহল সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। হাইওয়ে সড়কের সকল গাড়ি চলাচল শুরু করে এই গ্রামীণ সড়ক দিয়ে। গত সোমবার মধ্যরাতে ওভারলোডের একটি ট্রাক ব্রীজে উঠলে ব্রীজের একটি অংশ ভেঙ্গে পড়ে। এরপর থেকে ব্রীজটি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ব্রীজের দুই মাথায় বাঁশ দিয়ে বেঁধে রেখেছেন সড়ক কর্তৃপক্ষ। যাত্রীরা ব্রীজের উপর দিয়ে পায়ে হেটে এপার ওপার চলাচল করছেন। গুরুত্বপূর্ণ সড়কটি অচল হয়ে পড়ায় দূর্ভোগে পড়েছে এলাকার মানুষ। এদিকে, হালকা সড়কে ভারি গাড়ি চলাচলের ফলে সড়ক নির্মাণের ৬ মাস না যেতেই কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

স্থানীয় মটর ম্যাকানিক বিন্দু জানান, জিরোপয়েন্ট এলাকায় সড়ক নষ্ট হওয়ার কারণে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সকল ভারি গাড়ি কৈয়া-রায়েরমহল সড়কদিয়ে চলাচল করছে বেশ কিছুদিন যাবত। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক চাপ ছিলো সড়কে। হালকা সড়কে ওভারলোডের গাড়ি চলাচলের কারণে ব্রীজও গেছে, রাস্তাও গেছে। আর এখন বিপাকে পড়েছে এই এলাকার হাজার হাজার মানুষ। কারণ তাদের চলাচলের একমাত্র রাস্তা এইটি।

এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান জানান, সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে জনদূর্ভোগ লাগবে ব্রীজটি যাতে দ্রুত মেরামত হয় সেই ব্যবস্থা করা হবে।

আরও খবর