টপ টেন

একরাতেই আশাশুনি ও কালিগঞ্জের মন্দিরে মন্দিরে অনুদান পৌঁছে দিলেন কাজী আলাউদ্দীন

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ৫:১৫:২৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীনের উদ্যোগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত অনুদান সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করা হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) রাতভর আশাশুনি এবং কালিগঞ্জের চারটি দুর্গা মন্দিরে ছুটে গিয়ে একের পর এক মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন তিনি।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারী দুর্গা মন্দির, আশাশুনি সদরের গাছতলা সর্বজনীন দুর্গা মন্দির, কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী সর্বজনীন দুর্গা মন্দির এবং চাঁদখালী দুর্গা মন্দির উন্নয়নে ৬০ হাজার টাকা করে বিতরণ করেন।নির্বাচনী ব্যস্ততার মাঝেও রাতজেগে অনুদান বিতরণে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে কাজী মো. আলাউদ্দীন বলেন, মানুষের পাশে থাকা আমার রাজনীতির মূল লক্ষ্য। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা শুধু দায়িত্বই নয়, এটা আমার আন্তরিকতা।তিনি আরও বলেন, সাতক্ষীরায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। এই সম্প্রীতি যেন অক্ষুণ্ন থাকে, সেটাই আমার বড় চাওয়া। ভবিষ্যতেও আমি সনাতন ধর্মাবলম্বীসহ সব মানুষের পাশে থাকব।মন্দির কর্তৃপক্ষ জানায়, বরাদ্দকৃত এই অনুদান ধর্মীয় কার্যক্রম পরিচালনা ও মন্দিরের প্রয়োজনীয় উন্নয়নকাজে উল্লেখযোগ্য সহায়তা দেবে। তারা সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে ধন্যবাদ জানান।

আরও খবর