টপ টেন

একনেকে তাহিরপুরের জন্য অনুমোদন হওয়া টিটিসি কেন্দ্র তাহিরপুরে স্থাপনের দাবীতে ডিসির কাছে স্মারকলীপি

  স্টাফ রিপোর্টার ‎সুনামগঞ্জ ১ ডিসেম্বর ২০২৫ , ৯:০৯:৩৪

সুনামগঞ্জের তাহিরপুরের জন্য একনেকে অনুমোদন হওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুরেই বহাল রাখার দাবী জানিয়ে ডিসির কাছে স্মারকলীপি দিয়েছেন টিটিসি বাস্তবায়নের দাবীতে গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।রবিবার(৩০ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক ডাঃ মোঃ ইলিয়াস মিয়া’র কাছে তার কায্যালয়ে গিয়ে স্মারকলীপি তুলে দেয়া হয়।এরপূর্বে গত শনিবার(২৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাওর বাঁচা আন্দোলন ও তাহিরপুর সচেতন নাগরিক গনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী,সামাজিক সংঘটনের নেতাগন একাত্মাপোষন করে ঐক্য মত পোষন করেন।স্মারকলিপি প্রদানের সময় টিটিসি বাস্তবায়নের জন্য গঠিত আহবায়ক কমিটির আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,সদস্য সচিব সুহেল আলম,তোজাম্মিল হক নাসরুম,কামরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।স্মারকলীপিতে উল্লেখ্য করা হয়,বঞ্চিত তাহিরপুরবাসীর বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখতেই ২০২৩ সালের ২৯ আগস্টে একনেকে পাশ হওয়া ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পে তাহিরপুর উপজেলার নাম রেখেছিল কর্তৃপক্ষ। আমরা আশান্বিত হয়েছিলাম যে এবার তাহিরপুরের যুবক-যুবতীরা প্রশিক্ষণ গ্রহণ করে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। বেকার সমস্যা দূর হলে অভিভাবকগণ একটু শান্তির পরশ পাবে। ১৪ আগস্ট, ২০২৫ তারিখে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার পক্ষ থেকে ভূমি মালিকদের চিঠিও পাঠানো হয়েছিল। কিন্তু সম্প্রতি আমরা জানতে পারি প্রকল্প থেকে তাহিরপুর উপজেলার নাম কর্তন করে সেটি নাকি জগন্নাথপুর উপজেলায় স্থানান্তর করা হয়েছে। শিক্ষা,যোগাযোগ, স্বাস্থসহ সকল ক্ষেত্রে পিছিয়ে থাকা আমাদের তাহিরপুরবাসীর স্বপ্নটুকু কেড়ে না নেওয়ার জোর দাবি জানাচ্ছি। জগ্নাথপুর থেকে খুব সহজে বিভাগীর শহর সিলেটে গিয়ে প্রশিক্ষণ, পড়াশুনা চালিয়ে নেওয়া সহজ যা তাহিরপুর উপজেলার দরিদ্র, সুবিধাবঞ্চিত জনগণের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়

আরও খবর