Uncategorized

আদর্শ দেশ গঠনে রাসুলের ন্যায়বিচার,আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২৯:০১

১৯দিন ব্যাপী ৫৫তম সীরতুন্নবী সঃ মাহফিলে, ধর্ম উপদেষ্ঠা ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসেন বলেছেন
মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাওহিদ (এক আল্লাহর উপর বিশ্বাস), আইনের শাসন, ন্যায়বিচার, সমতা, মানবাধিকারের প্রতিষ্ঠা, এবং কুসংস্কার ও বৈষম্য দূরীকরণের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রত্যেক মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং শান্তি ও উদারতার নীতির উপর সমাজকে গড়ে তুলেছেন, যা আজও আদর্শ সমাজ গঠনের জন্য এক চমৎকার দৃষ্টান্ত। ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় চুনতী সীরত ময়দানে ১৬তম দিবসে ১৯দিন ব্যাপী ৫৫তম সীরতুন্নবী সঃ মাহফিলে এসব কথা তুলে ধরেন।
ধর্ম উপদেষ্ঠা বলেন, সকল রাজনৈতিক দল যদি এক থাকে তাহলে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে।আমরা নির্বাচিত সরকারকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে পুর্বের জায়গায় ফিরে যাবো। আমাদের দেশ সোনার দেশ। সোনার দেশকে যারা লুটে লুটে খেয়েছে তাদের কোন ক্ষমা নেই। আমাদের ঠিকানা বাংলাদেশ। আমাদের বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশ নেই। তিনি আরও বলেন, রসূলের আদর্শকে অনুসরণ ও অনুকরণ করলে আমাদের চলার পথ সুগম হবে।চুনতির সীরতকে আগলে রাখতে হবে। সকল ধর্মের মানুষের সাথে আমাদের সৌহার্দপুর্ণ মনোভাব রয়েছে।বাংলাদেশকে গভীর অনেক ষড়ষন্ত্র চলছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী দিন হবে কোরআনের দিন, ইসলামের দিন। কোনআনের পথে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।আমাদের সমাজে কোন ভেদাভেদ থাকবেনা, আমরা সবাই একসাথে থাকবো। আমাদের ভ্রাতৃত্ববোধ আমাদেরকে রক্ষা করতে হবে। চুনতি থেকে ভাল, আলোকিত, গুনী মানুষ ও আলেম তৈরী হয়। বড় বড় আলেম, ঢাবির ভিসি এ চুনতির সন্তান। আগামীতে সুন্দর বাংলাদেশ বির্নিমানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদীর সভাপতিত্বে মাওনানা হাফিজুল হক নিজামী ও মাওলানা ফারুক হোছাইনের যৌথ সঞ্চা্লনায় মাহফিলে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন, চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব নাসির উদ্দিন,মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার,জাহেদুর রহমান,কাজি আরিফুল ইসলাম, সাইফুদ্দিন মোঃ তারেক, মাহবুবুল হক, মোঃ নাঈম প্রমুখ।

আরও খবর