দেশজুড়ে

আগামী ৬ সেপ্টেম্বর মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স

  মোঃ এমরুল ইসলাম, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৭:৫৫:১৩

নরসিংদীর মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ কনফারেন্সটি মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সবুজ আলী, সভাপতি, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, নরসিংদী জেলা শাখা।

আবুল কাশেম জুলহাস, সভাপতি, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, মনোহরদী উপজেলা শাখা।

সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল।

মাছুম মো: আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, মনোহরদী উপজেলা শাখা।

উচ্চ পর্যবেক্ষক হিসেবে থাকবেন মো: রায়হান উদ্দিন, পল্লী চিকিৎসক।

আয়োজনে রয়েছে: পল্লী চিকিৎসক সমিতি, মনোহরদী উপজেলা শাখা। স্পন্সরে: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।

মনোহরদীর চিকিৎসক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এ আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আরও খবর