সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ০১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদরসহ অধীনস্থ বিওপি, ক্যাম্প ও চেকপোস্ট কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার ২১৮ টাকার ট্রাক, ভারতীয় ডিজিটাল এক্সরে ইমেজিং প্লেট, আগরবাতি, মোটরসাইকেল, সাইকেল, ওষুধ, কম্বল, শাড়ি, থ্রি-পিস, বোরকা, পাতার বিড়ি, চা পাতা, ফাইটার মোরগ, চকলেট বাজি, বিভিন্ন ব্র্যান্ডের দুধ, বাংলাদেশি নগদ টাকা, প্রসাধনী সামগ্রী, খাদ্যদ্রব্য, ইমিটেশন, তৈরি পোশাক ও ভারতীয় মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
আটককৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।