কলকাতা (ভারত) প্রতিনিধিঃ ২৯ আগস্ট ২০২৫ , ৫:৫৪:৪০
শেয়ারে টাকা খাটিয়ে অধিক মুনাফার টোপ, ৫৪ লাখ ৭০ হাজার টাকা প্রতারণা! পাঁচজনকে গ্রেফতার করলো ভারতের পশ্চিমবাংলার চন্দননগর সাইবার পুলিশ।
ভারতের পশ্চিমবাংলা রাজ্যের হুগলি জেলার উত্তরপাড়া থানার বাসিন্দা সজল পান্ডে গত ২০২৪ সালের ১১ই জানুয়ারী চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় সাইবার প্রতারণার অভিযোগ করেন।
চুঁচুড়া সাইবার থানার পুলিশ ঘটনার তদন্তে নামে।
পুলিশ জানতে পারে ফেসবুকে শেয়ার ট্রেডিং এর বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন উত্তরপাড়ার ওই প্রৌঢ়।এরপর হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাকে প্রলোভিত করা হয়।কোথায় টাকা বিনিয়োগ করলে বেশি মুনাফা পাওয়া যাবে সেটা বলা হয়।ধাপে ধাপে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা দেন ওই প্রৌঢ়।
মুনাফার টাকা তুলতে গিয়ে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।এরপরই চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় অভিযোগ করেন।
যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেই অ্যাকাউন্ট ধরে প্রতারকদের খোঁজ পায় তদন্তকারী পুলিশ অফিসাররা।
গত ২৫শে আগস্ট পশ্চিমবাংলার মালদা জেলা, হুগলি জেলার ব্যান্ডেল, দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ও মন্দির বাজার এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল সিদ্দিক আলম চৌধুরী, অরুন মন্ডল, বিক্রম হালদার, প্রদ্যুৎ মন্ডল ও সৌরজিৎ কর।
তাদের চুঁচুড়া জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ধৃতদের কাছ থেকে,প্রচুর ব্যাঙ্কের পাসবই, চেকবই, এটিএম কার্ড, কিউ আর কোড মেশিন, আধার কার্ড, মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার হয়।
চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শিবির করে বিভিন্ন সময়ে মানুষকে সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতন করা হয়।তবুও প্রলোভনের টোপে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ।