জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৫৭:০৮
যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: যশোরের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সদ্দার (৩৬), মিজানুর সরদার (৪৫), সয়োরার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) এবং পিরোজপুরের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)
খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু লোক পাসপোর্ট-ভিসা ছাড়া সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তের কাছ থেকে তাদের আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
বিজিবি কর্মকর্তা আরও জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।