দেশজুড়ে

সাতক্ষীরায় মেয়েকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা, মায়ের মাথা ফাটাল বখাটেরা

  সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি: ৭ অক্টোবর ২০২৫ , ৫:১২:০৭

সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় তার মাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। সোমবার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার দহাকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারী দহাকুলা গ্রামের মীর মাহমুদুল্লাহর স্ত্রী মাছাঃ হালিমা বেগম জানান, পার্শ্ববর্তী এলাকার মাঃ শহিদুল ইসলামের ছেলে মাঃ শরীফ হাসন (২০) দীর্ঘদিন ধরে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আসছে। মেয়েটি সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

হালিমা বেগম জানান, সোমবার বিকেলে আমার মেয়ে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে শরীফ হাসন ও তার ভাই মাঃ আল আমিন হাসন জোরপূর্বক তাকে একটি ইজিবাইকে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা টের পেয়ে মেয়েকে উদ্ধার করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় তারা আমাদের উপর হামলা চালায়।

তিনি আরও জানান, বখাটে শরীফ হাসন, তার ভাই আল আমিন হাসন, বাবা শহিদুল ইসলাম, ছেলে ইমান আলীসহ আরও কয়েকজন লোহার রড, বাঁশের লাঠি ও শাবল দিয়ে আমাকে মারধর করে। তারা আমার মাথায় আঘাত করে রক্তাক্ত করে ও গলায় থাকা ১২ আনার সোনার চেইন ছিনিয়ে নেয়।

স্থানীয়রা আহত হালিমা বেগমকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে (মামলা নং-১৬, তারিখ: ৭-১০-২০২৫)। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ২’শ বোতল মাদকসহ আটক-২

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গোলাবারুদ উদ্ধার, আটক-২

সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও

দেবহাটায় লটারির মাধ্যমে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে: আনিসুল হক